1. admin@haortimes24.com : admin :
অষ্টগ্রামে নাজুক উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থা, ডেঙ্গু আতঙ্কে স্থানীয়রা - হাওর টাইমস ২৪
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম
শিরোনাম
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম

অষ্টগ্রামে নাজুক উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থা, ডেঙ্গু আতঙ্কে স্থানীয়রা

  • প্রকাশ কাল শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত হয়েছে

এস,এম,নাদিরুজ্জামান আজমলঃ

অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পশ্চিম পাশে জামতলী মোড় হইতে মেহরাব হাসপাতালের দক্ষিণ সাইড পর্যন্ত সদ্য নির্মাণ করা নাজুক উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থায় দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক।

উন্মুক্ত ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরাট থাকায় পুরো ড্রেনজুড়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপরিচ্ছন্ন এসব উমুক্ত ড্রেন স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করলেও সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্থানীয় প্রশাসন থেকে।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশে ছোট ছোট ড্রেন তৈরি করা হয়েছে। আবর্জনা ও ময়লা পানি নিষ্কাশিত হয় এসব ড্রেন দিয়ে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এসব ড্রেনে ঢাকনা নেই। রাস্তার পাশে হওয়ায় ড্রেনগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্ধকারে অনেকেই ড্রেনের অবস্থান বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া খোলা ড্রেনে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার বৃদ্ধি পাচ্ছে। এতে মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জামতলী মোড় হইতে মেহরাব হাসপাতালের দক্ষিণ কর্নার পর্যন্ত সড়কের এই ড্রেনটিতে ঢাকনা লাগানো হয়নি। অপরিচ্ছন্ন ড্রেনগুলোতে সহজেই মশার উপদ্রব বাড়ছে। বর্তমানে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বিদ্যমান। তাই অপরিচ্ছন্ন ড্রেন সবার জন্য হুমকিস্বরূপ। এই ড্রেনে পানি জমাট হয়ে ডেঙ্গুর লার্ভা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

বুধবার (১ জানুয়ারী) সরেজমিনে দেখা যায়, উক্ত ড্রেনের ভিতর পরিপূর্ণ হয়ে আছে পলিথিন, কাগজ, কাপড়ের টুকরো আর প্লাস্টিক সামগ্রী দিয়ে। এতে করে সৃষ্টি হয়েছে আবদ্ধতা। দীর্ঘদিন জমে আছে কালো, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি।

অন্যদিকে, সব ময়লা আর পানি একত্রে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর তাতেই উড়ছে মশা। দেখা যাচ্ছে ময়লা পানিযুক্ত ড্রেনের দু’পাশেই উচ্ছিষ্ট জিনিসপত্র পড়ে আছে। যেটি দেখলে ময়লা ফেলার স্থান মনে হয়। ড্রেনও ভরাট ময়লা-আবর্জনার স্তূপে। যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আর সৃষ্টি হয়েছে মশার উপদ্রব। রাস্তার পাশে থাকা ড্রেনগুলো যেন মশার উপদ্রবের জন্য উপযুক্ত স্থান। এখানেও ময়লা আর পানি একত্রে মিশে কালো রঙ ধারণ করেছে। ভন ভন করে উড়ছে মশা। বিভিন্ন উচ্ছিষ্ট ও ময়লা-আবর্জনে স্তূপাকারে ফেলে রাখা হয়েছে। এসব উচ্ছিষ্টে মশা উড়ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। শুধু তাই নয়, এই ড্রেনে সংযুক্ত করা হয়েছে আশেপাশের বাসাবাড়ির ওয়াশরুমের পাইপ।

এবিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এ প্রতিনিধিকে জানান, আমি এই বিষয়ে উপজেলা পরিষদের মাসিক মিটিং এ প্রায় সময় কথা বলি কিন্তু এর কোন প্রতিকার পাচ্ছি না। আমাদের সচেতনতার অনেক অভাব রয়েছে। সচেতনতার পাশাপাশি ডাষ্টবিন নির্মাণ প্রয়োজন। সবচেয়ে বড় সমস্যা ডাস্টবিনের ময়লা গুলো কোথায় ফেলা হবে তেমন কোন নির্ধারিত স্থান নেই আমাদের। তবে এই ময়লা দিয়ে বায়ুগ্যাস ও বিদ্যুৎ উতপাদন করার প্ল্যান নেয়া যেতে পারে এই ব্যাপারে আমি জেলা প্রশাসক মহোদয়ের সহায়তা কামনা করছি।

উপজেলা সহকারী প্রকৌশলী সিবগাত উল্লাহ-র কাছে পর্যাপ্ত পরিমাণে ড্রেনের ঢাকনা না থাকার বিষয়ে প্রশ্ন করলে, পর্যাপ্ত বরাদ্ধ না থাকার কথা জানিয়েছেন তিনি।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান বলেন, আমি এই বিষয়টি আপনার কাছ থেকে শুনে এখন অবগত হয়েছি যতদ্রুত সম্ভব আমি ড্রেনগুলোটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST