বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৪ হাজার মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ ও ২ হাজার ৩ শত মানুষের মাঝে টিসিবির চাউল, ডাল, সোয়াবিন তেল ও ছোলা বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসুচীর (ভিজিএফ) আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অষ্টগ্রাম সদর ইউনিয়নের ৩ হাজার ৯৩৫ জন মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে । ২ হাজার ৩ শত মানুষের মাঝে টিসিবির চাউল, ডাল, সোয়াবিন ও ছোলা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অষ্টগ্রাম ইউনিয়ন খাদ্যগোদাম ও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক দুই কার্যক্রম উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এসময় উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ও ট্যাগ অফিসার মোঃ নুরুল হক, ইউপি সচিব বোরহান উদ্দিন, সদস্যগণ আবদুল বাসেদ, ইমতিয়াজ মিয়া ও মাঈন উদ্দিন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।