নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে চুরি হওয়া ৮ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ব্যাটারীর মধ্যে ৭১ পিস ব্যাটারীসহ আন্তজেলা চোর চক্রের সদস্য লোকমান হোসেন উরফে সাগর নামে একজনকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত লোকমান হোসেন উরফে সাগর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন রাজনগর খালপাড় গ্রামের আবুল কালামের পুত্র। তার বিরুদ্ধে ঢাকা, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৭টি চুরি ও একাধিক ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানা যায়।
অষ্টগ্রাম থানা পুলিশের সুত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার পরাশরপাড়া এলাকার সুমন আহমেদের মালিকানাধীন হাজী এন্টারপ্রাইজ থেকে ১৪০ পিস ব্যাটারী চুরি হলে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ও সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের সহায়তায় সিরাজদিখান এলাকা থেকে ৭১ পিস ব্যাটারীসহ লোকমান হোসেন উরফে সাগরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাজিতপুরের পাটুলী ঘাট থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি মাহেন্দ্র পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।