নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আবু বকর সিদ্দিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।
সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে এলাকার বিভিন্ন সমস্যা যেমন, আইন শৃঙ্খলা, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, জলমহল, স্থানীয় ফেরিঘাট, অটো স্ট্যান্ড , নৌকা ও স্পীডবোট ভাড়া, গাড়ির ভাড়া নির্ধারণসহ ইত্যাদি সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ইটনা উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাফেজ আবুল হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম, মোজাহিদ সরকার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেন, ইটনার উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, ইটনা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক ভজন কান্তি দাস, সাংবাদিক মোঃ শাহেদ আলী।
বক্তারা সকলে মিলে ইটনা উপজেলাকে সুন্দর করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আগামীতে উপজেলার শিক্ষার মান, ভূমি অফিসের অনিয়মের কথা উঠে আসে।
পাশাপাশি উপজেলার বিভিন্ন অফিসের জনবল সংকট, পানি উন্নয়নের অনিয়ম, ইটনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আফজাল হোসেন শান্ত তার দেয়া বক্তব্যে তুলে ধরেন।
পরিশেষে মতবিনিময় সভার সভাপতি নবাগত ইটনা উপজেলা নির্বাহী অফিসার সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।