মোজাহিদ সরকার, ইটনা থেকেঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগাতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
নিহত মোকলেস মিয়া (৫০) উপজেলার মৃগা ইউনিয়নের উজান রাজিবপুরের রামকৃষ্ণপুর হাটির হাজী গুলজার মিয়ার বড়ছেলে।
স্থানীয়রা জানান, ধানের নৌকা নিয়ে যাওয়ার সময় হাওরের বিদ্যুৎ পিলারের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী ১ ঘন্টা খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোকলেস মিয়ার ১ ছেলে ও ৪ মেয়েসহ পরিবার রয়েছে।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।