নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইটনা উপজেলার ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহেশ চন্দ্র মডেল সরকারি শিক্ষা নিকেতনে এই প্রশিক্ষণের আয়োজন করে ইটনা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্য্যালয়।
অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে দিনব্যাপী কর্মশালায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ পিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা) মোঃ আশরাফুল আলম,ইটনা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির রব্বানী প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।