নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জেলাবাসী তথা গণতন্ত্রকামী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বিবৃতিতে শরীফুল আলম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পালিত হয় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্ব- পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানীকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন।
তিনি আরও বলেন, ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে। আগামী দিনেও যেন দেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মানুষের ন্যায্য অধিকার, সকল রকম ষড়যন্ত্র মোকাবেলা, বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রীর মুক্তিসহ সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরিয়ে আসে।
পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনায় সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।