নিজস্ব প্রতিনিধিঃ
শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজা। হিন্দু ধর্মাবলম্বী ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলার সকলকে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ এড.ফজলুর রহমান আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সুদুর আমেরিকা সফর থেকেও “হাওর টাইমস” র মাধ্যমে দুর্গাপূজার শুভেচ্ছা বার্তায়, আশা প্রকাশ করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটি যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য নিয়ে উদযাপন করবেন। সকল ধরনের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করার দাবীও জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এড.ফজলুর রহমান।
তিনি মন্দির বা মন্ডপে যেন কোন কুচক্রীমহল ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশে বিঘ্ন না ঘটাতে পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টির আহবানও জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সহাবস্তান এবং সম্প্রীতির যে ঐতিহ্য আমাদের রয়েছে, তার ধারাবাহিকতায় দুর্গাপূজার আগমনে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা ব্যাক্ত করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।