নিজস্ব প্রতিনিধিঃ
এবারের নির্বাচন অত্যান্ত কঠিন ও চ্যালেঞ্জিং ছিল দেশ এবং শেখ হাসিনার জন্য। শত বাধা বিপত্তি পেরিয়ে জনগন আবারো উন্নয়নের পক্ষে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, ঘুম হত্যার রাজনীতি জনগন পছন্দ করেনা বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা মাঠে আশোজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তিনি তাই করেন। দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে। আগামী ২০২৬ সালে এ দেশ দারিদ্র্য দেশ থেকে উন্নত দেশে পরিনত হবে। বর্তমানে স্মার্ট দেশে রূপান্তরিত করার জন্য প্রধান মন্ত্রী কাজ করছেন । তাই জনগনকে ও স্মার্ট নাগরিক হতে হবে।
এর আগে নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের সভাপতিত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনায় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মীনী রোকসানা হাসান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড,এম এ আফজাল, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি সারোয়ার জাহান, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।