স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষা হলে মোবাইল ফোন সাথে রাখার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডা. আবদুল মান্নান মহিলা কলেজ কেন্দ্রে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ২য় পত্রের পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী মো. ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী ও উপজেলার আলগীরচর গ্রামের মো. মুকুল মিয়ার ছেলে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কৃত পরীক্ষার্থী মো. ফয়সালের কাছে পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়া যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা’র নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।