লালমনিরহাট আদিতমারীতে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বাসগৃহ ৩য় পর্যায় চলমান আশ্রয়ন প্রকল্পের আওতায় ২শত ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মান কাজের অংশ হিসেবে বুধবার(১৬মার্চ)দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী এলাকায় চলমান প্রকল্প–৩ এ নির্মান কাজের পরিদর্শণ করলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
এসময় তিনি আশ্রয়ন ঘরের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে নানা নির্দেশনা প্রদান করেন।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর,আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ও আদিতমারী থানার ওসি মোকতারুল ইসলাম প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।