নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলমকে পুনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় (২৯ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয় চলমান আন্দোলনে গ্রেফতারের পর আপনি কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সম্প্রতি আপনি কারামুক্ত হয়েছেন। নির্দেশিত হয়ে জানাচ্ছি যে,এখন থেকে আপনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য গত ৪ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ আটক করে ঢাকায় নিয়ে যায়। এর পর ঢাকা ও কিশোরগঞ্জ জেলায় মিলিয়ে বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যম সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯ টায় কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি পান তিনি।
শরীফুল আলমের বিরুদ্ধে ঢাকা ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় মিলিয়ে অর্ধ শতেরও বেশি মামলা রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।