বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই নাতনিকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের নিজ বাড়ী মিঠামইনে ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট।
রোববার (৭ জানুয়ারী) বিকেলে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বলে, জানান জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট কিশোরগঞ্জ-৪ আসন থেকে ৭বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩সালে তিনি স্পীকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূণ্য হয়। পরে, এই আসনে উপ নির্বাচনসহ তিন বার সংসদ সদস্য হন তার জৈষ্ঠ সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মো. আবদুল হামিদ দুই মেয়াদে রাষ্ট্রপতি দায়িত্বপালন কালে ভোট দিতে পারেননি। এবার, চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৈত্রিক বাড়ি কামালপুরে অবস্থান করছেন। তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছে ।
রোববার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার সময়ের ৫মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তার দুই নাতনিকে নিয়ে ভোট কেন্দ্রে যান ও ভোটাধিকার প্রয়োগ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।