নিজস্ব প্রতিনিধিঃ
ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আযহা ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া কর্তব্য।
‘‘প্রতিবছর ঈদ আসে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবার দিন ৷ ঈদু’ল আয্হার ত্যাগের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা কর্তব্য ।
আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ভেদাভেদ, অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। ঈদুল আজহা যে ত্যাগের আনন্দের বার্তাবয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল আযহার আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।
তাই আসুন ঈদুল আযহার ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমরা সব পাপ, বঞ্চনা, সামাজিক অনাচার ও রিপুর তাড়না বা শয়তানের অসওয়াসা থেকে নিজেদের রক্ষা করি।
কোরবানি করার মাধ্যমে মানুষ আল্লাহর আনুগত্য ও নির্দেশ মানার শিক্ষা গ্রহণ করে। কোরবানির দিন মুসলমানরা একে অপরের সঙ্গে মহামিলনে মিলিত হয়। এদিন ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকে না। সবাই সাম্য, ঐক্য, সম্প্রীতি ও সহানুভূতির মনোভাব নিয়ে এগিয়ে আসে। এতে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। তাই কোরবানি যাবতীয় আহকাম মেনে খোদাভীতির মানসিকতা নিয়ে কোরবানি করা দরকার। তাহলে আশা করা যায়, আল্লাহর দরবারে আমাদের কোরবানি কবুল হবে। সবাইকে ঈদ মোবারক।।
শুভেচ্ছান্তেঃ
এ্যাড. মো: রোকন রেজা শেখ, লিগ্যাল এইড সম্পাদক, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও সাধারণ সম্পাদক, হাওরাঞ্চল সোসাইটি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।