নিজস্ব প্রতিনিধিঃ
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সারাবিশ্বের মুসলমানদের জন্য তাই এই পবিত্র ঈদ নিয়ে আসে ত্যাগের মহিমায় আনন্দ আর কল্যাণের বার্তা। তাই সব ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় পবিত্র ঈদ।
পবিত্র ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা।
ঈদ শুভেচ্ছা বার্তায় এ আর মোল্লা বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে ত্যাগ আর আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে ঈদ-উল-আযহা। কোরবানীর এই ত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে কাজ করব।
শুধু ভোগ নয় ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-ঈদ মোবারক। সবাইকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। ঈদুল আজহার ত্যাগের শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে। আগামী দিনেও যেন দেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মানুষের ন্যায্য অধিকার, সকল রকম ষড়যন্ত্র মোকাবেলা, বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রীর মুক্তিসহ সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরিয়ে আসে।
ত্যাগের বিনিময়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশায় ভরে উঠুক সকলের অন্তর।
পরিশেষে, ঈদ সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের ঈদে। ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সার্বজনীন ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।