নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সেক্রেটারীর সাথে আসন্ন দূর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের নিমিত্তে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার, কিশোরগঞ্জ সভাপতিত্ব করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাক সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো: আল আমিন হোসাইন।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ জেলার ১৩ টি থানার পূজা উদযাপন কমিটি ও জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারি বক্তব্য রাখেন। বক্তারা বিভিন্ন বিষয় পুলিশ সুপার এর নিকট তুলে ধরেন।
পুলিশ সুপার সকলের বক্তব্য শেষে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় নির্দেশনা ও কিশোরগঞ্জ জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করেন। আসন্ন পূজায় যেন কোনভাবেই অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সকলে আন্তরিকতা প্রকাশ করেন।
এ বছর কিশোরগঞ্জ জেলায় ৩৬২টি পূজামণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।