খায়রুল ইসলামঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার আমলিতলা বন্ধু সমাজ কল্যান সংস্থা’র উদোগে ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করছেন।
আজ শনিবার সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের আমলিতলা এসব এলাকায় শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
বন্ধু সমাজ কল্যান সংস্থা’র সভাপতি আবু সাঈদ এর সভাপততিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মতিউর রহমান মলাই, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, ওমর ফারুক জেনি, মনিরা খাতুন, মাহবুব তালুকদার।
এ সময় শতাদিক পুরুষ ও মহিলাদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আবু সাঈদ তার বক্তব্যে বলেন, বন্ধু সমাজ কল্যান সংগঠন নিয়মিত ভাবে অসহায় মানুষের পাশে খাদ্য ও বস্র বিতরণ করে থাকে।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় মেম্বার ও বন্ধু সমাজ কল্যানের ভ্যালান্টিয়ারের মাধ্যমে গরিব অসহায় মানুষকে চিহ্নিত করে প্রতি মাসে তা বাস্তবায়ন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।