কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় এবং নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। এরপর সকালে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ যার যার বিভাগ, রাজনৈতিক দল ও সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।
তারপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ এবং মনোরম কসরত অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।
এছাড়াও বিজয় র্যালী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।