বিশেষ প্রতিনিধি:
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে ১৪প্লাটুন বিজিবি।
জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও নির্বাচনী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলায়, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ থেকে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
তারা, দুর্গম ও প্রত্যন্ত হাওরাঞ্চল অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় সুষ্ঠু সুন্দর ভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গত ২১ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা নির্দেশনায় অন্যান্য বাহিনীর সাথে বিজিবি দায়িত্ব পালন করছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।