নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইল, কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হিসেবে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চীফ হুইপ এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব উদ্দীন এমপি, মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক প্রমূখ ।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজনে কিশোরগঞ্জের সহস্রাধিক কৃতি সন্তানরা অংশ নেন। সুন্দরভাবে অনুষ্ঠান সফল করায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে সকলেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।