কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা মনোনীত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির সময়সীমা শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি সাংবাদিকতার মান উন্নয়ন ও সংগঠনটির সার্বিক কল্যাণে দুই বছর কাজ করবে।
কমিটিতে অন্যান্য পদে, সহ-সভাপতি চ্যানেল টোয়েন্টি ফোর এর ময়মনসিংহ ব্যুরো সুলতান মাহমুদ কনিক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, কোষাধ্যক্ষ দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, দপ্তর সম্পাদক চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মানিক চন্দ্র দাস রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, কার্যকরী সদস্য হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু মনোনীত হয়েছেন।
নব গঠিত কার্যকরী কমিটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, এ সংগঠনটি আমাদের প্রাণের একটি সংগঠন। আমরা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি, আমাদের জন্য এ সংগঠনটির কর্মকাণ্ড একটি আস্থার জায়গা তৈরি করেছে এ জেলায়। এ সংগঠনটির প্রতি সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে গত কয়েক বছরে। আমরা আশা করি নব নির্বাচিত কার্যকরী কমিটির সকলের সহযোগিতায় এ সংগঠনের ভূমিকা সকলের কাছে আরও বেশি প্রাধান্য পাবে।
নব গঠিত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা বলেন, আমি সংগঠনটির জন্মলগ্ন থেকেই নিবিড়ভাবে জড়িয়ে আছি। সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতায় এ সংগঠনটি আজকে সারা জেলায় একটি পরিচিতি লাভ করেছে। আমার উপর আস্থা রেখে সকলেই পুনরায় আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় আমি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এ সংগঠনটিকে আরও বেশি বেগমান করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।