কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে স্টেশন রোড এলাকাসহ গৌরাঙ্গ বাজার মোড়ের সড়ক পরিষ্কার ও সাড়ে ৪টার সময় পুরান থানা মোড়সহ সারা শহরেই যানজট নিরসনে শিক্ষার্থীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, হামলা- ভাঙচুরের ঘটনায় শহরজুড়ে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেগুলো পরিষ্কারে কাজ এবং পুলিশ না থাকায় যানজট নিরসনে করছেন তারা।
শিক্ষার্থীরা জানায়, শহরে ইট-পাটকেল, ব্যানার-ফেস্টুন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা এবং রেললাইনের পাথরগুলোকে আলাদা করে বস্তা ভর্তি করছেন তারা। সেই সাথে সাড়া শহরে যানজট নিরসনে শিক্ষার্থীরা সারাদিন ট্রাফিক পুলিশের মতই কাজ করে যাচ্ছে। এতে শহরের মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে বলে অনেকেই মন্তব্য করছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।