নিজস্ব প্রতিনিধিঃ
বৃহত্তম ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার প্রধান উপদেষ্টা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কুমিল্লা, মোঃ হেলাল উদ্দিনকে বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারী) কুমিল্লাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমিতির পুরাতন জেলা পরিষদ কার্যালয়ে সকাল ১১টায় এ বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করে সংগঠনটি।
সংগঠনটির সহ সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদর সার্কেল মোঃ কামরান হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাকীম আজিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আলম, অর্থ সম্পাদক হাকীম মোঃ আজিজুর রহমান মোল্লা, মহিলা সম্পাদিকা রোকেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দোহা চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য – মোঃ জাকির হোসেন, মোঃ সিরাজুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।