নিজস্ব প্রতিনিধিঃ
ক্লিনিকে চুরাই বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক মহিলা চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে।
আজ সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেলথ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ সাংবাদিকরা হলেন জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি রায়হান জামান ও দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।
সরজমিন অনুসন্ধান ও ভুক্তভোগীরা জানান, আল নূর হেলথ সেন্টারটিতে চুরাই বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কর্তৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেবা ও সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে-তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান। এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা চিকিৎসক ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন।
সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে মহিলা ডাক্তারের সাথে ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া সবাই মিলে সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ শুরু করেন।
এছাড়াও মহিলা চিকিৎসক তাৎক্ষণিক মোবাইল কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন।
খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।