**গরিব মারার কল**
মোঃ জামাল উদ্দীন
২১/১০/২০২৩
অষ্টগ্রাম আর ইটনাতে সব
পাতি নেতার দল,
মিঠামইনে বিদ্যুত থাকে
রাষ্ট্রপতিই নাকি বল।
ব্যাক্তি গত স্বার্থের চিন্তা
করে পাতির দল,
জনগণের দুশমন তারা
গরিব মারার কল।
সারা বাংলায় বিদ্যুত আছে
কোনো ঘাটতি নাই,
আমরা কেমন দূর্ভাগার দল
কষ্টে দিন কাটাই।
পাতিগুলো বসে আছে
হুজুর হুজুর করে,
দুঃখ কষ্ট বুকে নিয়ে
জনগণ আজ মরে।
স্বার্থ পরের রাজনীতি
চলবে কত দিন,
সুযোগ পেলে জনগণ
রাখবেনা আর ছিন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।