1. admin@haortimes24.com : admin :
চিলাহাটি সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম
শিরোনাম
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম

চিলাহাটি সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশ কাল সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ বার পঠিত হয়েছে

রাকিব বসনিয়া:

‘যেখানেই থাকি থাকুক হৃদয়ে চিলাহাটি, যত দিন বাঁচি বাঁচুক প্রাণে চিলাহাটি’ এই স্লোগান বুকে ধারণ করে ১৯৯৫ সালে ঢাকায় চিলাহাটির একঝাঁক নবীন ও প্রবীণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় চিলাহাটি সমিতি।

প্রতিষ্ঠার পর থেকে সমিতিটির সদস্যরা ঢাকা,
নারায়ণগঞ্জ,সাভার ও গাজীপুরে বসবাসরত চিলাহাটির প্রবীণ ও তরুণদের সমিতিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। ঢাকায় বসবাসরত চিলাহাটির মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপনের জন্য প্রতিবছর এই সমিতি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ‘চিলাহাটি সমিতি, ঢাকা’র আয়োজনে গত শুক্রবার রাজধানীর অদূরে নবাবগঞ্জের কলাকোপায় ইছামতী নদীর তীরে প্যালেস পার্কে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বনভোজনে চিলাহাটির ভোগডাবুরী, কেতকীবাড়ি, জোড়াবাড়ি, গোমনাতি ইউনিয়নের অধিবাসী, যাঁরা ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় কর্মসূত্রে বসবাস করছেন তাঁরা এবং তাঁদের পরিবারবর্গসহ ঢাকায় চিলাহাটির বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার, ডাক্তার, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি ঢাকার চিলাহাটির সদস্যদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। সবার উপস্থিতিতে পরিণত হয় যেন এক টুকরা চিলাহাটি। শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। কৌতুক, আঞ্চলিক গান, নৃত্য, আবৃত্তি সবাইকে নিয়ে গিয়েছিল জš§ভ‚মিতে। নারী, পুরুষ ও শিশুদের খেলাধুলা, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি।

অনুষ্ঠানে শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ইভেন্টের পাশাপাশি র‌্যাফল ড্রর আয়োজন করা হয়। এ ছাড়া একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। পরে পুরস্কার বিতরণ ও আলোচনা পর্বে অনুষ্ঠানটির আহ্বায়ক বদরুল আহসান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র শিক্ষক লুৎফুল করিম, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু তাহের বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান নূর, ডা. আখলাক হোসেন প্রধান শামীম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বসুনিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. আবু বক্কর সরকার, ইঞ্জিনিয়ার রানা জাকির হোসেন, মনজুরুল হক বাবুল, মনোয়ার হোসেন, শাহ আলম মনু, শাহজাহান সাজু বসুনিয়া, সিনিয়র সাংবাদিক সামসুজ্জোহা, রাজিবুল মানিক, রাকিব উল হাবিব বসুনিয়া, ইমতিয়াজ বসুনিয়া, আব্দুল হাই, মিজানুর রহমান লিপন, মিজানুর রহমান মিল্টন, নায়েব উল ইসলাম রিপন, সাবেরা-ই সবুর ফেন্সি, সাজিদা শিবলী, মুনতাসির জামান মুন, ফাইয়াজুস সালেহীন প্রতীক, হুমায়ুন কবীর, মশিউল আজম রিপন, রবিউল ইসলাম, হাসিবুল কবীর, সাকলায়েন সুমন, শায়লা শারমিন পূষণ, মোমিনুল ইসলাম, আবুল হোসেন, সাদ্দাম হোসেন, রাফি সাকিব, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান রিগানসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আতিউল ইসলাম প্রামাণিক বাবু ও অর্থ সম্পাদক ফরহাদ রেজা আপেল।
দিন শেষে অতিথি, সদস্য ও চিলাহাটি সমিতির নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST