হাওর টাইমস ডেক্সঃ
আগের দিনে চুরি-ডাকাতি করতো গরিব ও অশিক্ষিতরা। চুরির ধরন ছিল সিদকাটাঁ বা বেড়া কেটে ঘরে প্রবেশ করে ধান, চাল, পাট, আটা, ঘরে রক্ষিত কিছু গহনাঘাটি ইত্যাদি নিয়ে রাতের আঁধারে পালিয়ে যাওয়া। মাঝে মধ্যে বাড়ির মালিক রাতে সজাগ থাকলে ধৃত চোরকে প্রহার করতে গেলেও মায়া হত অনেকের মনে। ঐ চোরগলো ছিল গরিব, ভবঘুরে, অশিক্ষিত।
আজকাল গরিব, অশিক্ষিত, ভবঘুরে চোর খুব কম। এখনকার চৌর্যজীবীরা ধনী ও উচ্চশিক্ষিত। কলমের মারপ্যাচে চুরি করে কোটি টাকা। অপরদিকে ধনী নামে কিংবা রাজনীতির চাটুকারিতায় জনপ্রতিনিধি সেজে বিভিন্ন প্রজেক্টের চাল,গম মেরে খাচ্ছে গরিব অসহায় মানুষের পাপ্যতা না দিয়ে। আর এসব চোর-ডাকাতদের এই চৌর্যবৃত্তি জৌলুস হারিয়ে আধুনিকি করণে রুপান্তরিত হয়ে নাম হয়েছে দূর্নীতি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।