অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কয়েকদিনের টানা বর্ষণে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে অষ্টগ্রাম-চাতলপার সড়কের লাউড়া-নাজিরপুর মধ্যকার ব্রীজ সংলগ্ন কিছু এলাকায় ।
সরজমিনে গিয়ে দেখা যায়-অতি বর্ষণে লাউড়া-নাজিরপুর মধ্যকার ব্রীজের গোড়ার মাটি সরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে । ধ্বসে যাচ্ছে ব্রীজ সংলগ্ন স্লাব।
এলাকাবাসী জানায়-অতি শীঘ্রই তা মেরামত করা না হলে প্রবল স্রোতের টানে রাস্তা ভেঙ্গে যেতে পারে। ফলে দুপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকায় রয়েছে এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য জুসেল রানা জানান- আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আমাদের স্বপ্নের সড়কের ব্যাপক ক্ষতি হতে পারে। চলাচলে চরম দুর্ভোগের শিকার হবে হাওর বাসী।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।