** ধর্ম বিশ্বাস**
মোঃ জামাল উদ্দীন
১৯/০৮/২০২৩
বিশ্বাসী মুসলিম যারা
ইসলাম তাদের ধর্ম,
পরকালে স্বর্গে রবে
করিলে সৎ কর্ম।
স্বর্গ হবে বিশাল বড়
দশ পৃথিবীর সমান,
অবিশ্বাসীরা বিজ্ঞান দিয়ে
করেছে তার প্রমান।
মহান আল্লাহ আরশে বসে
দেখছে সকল কর্ম,
বিজ্ঞানই আজ বুঝিয়ে দিল
সত্য ইসলাম ধর্ম।
কুরআনের বাণী ধ্রুব সত্য
বিশ্বাসীরা জানে,
সিসি ক্যামেরা আবিষ্কারে
অবিশ্বাসীরাও মানে।
স্বর্গের নিয়ামত অতি উত্তম
বুঝা বড় দায়,
গর্ভের তুলনায় দুনিয়া দেখে
কিছুটা ধারনা পায়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।