শেখ মানিক:
নরসিংদীর লেডিস ক্লাবের আয়োজনে শিবপুরে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদী গ্ৰামের জেলে পাড়ার তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে চিনাদী বিল ঘাটে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাব সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীনী রিফাত আখতার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর লেডিস ক্লাবের সহসভাপতি শেখ মানসুরা আক্তার, সাধারণ সম্পাদক তামান্না আফরিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।