মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের হাওরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অভিযান শেষে বিকেল ৩ টায় উপজেলা চত্বরে কাছে বেড়িবাঁধে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম। নিকলী থানা-পুলিশের একটি দল।
এ বিষয়ে নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন কারণে দিনদিন হাওরে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। এর মাঝে অন্যতম নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল।
সম্প্রতি চায়না দোয়ারি জালের ব্যবহারের ফলে হাওরের মাছের উৎপাদন কমে যাচ্ছে। কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। মঙ্গলবার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শতাধিক চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে প্রায় ৬ লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইন দন্ডনীয় অপরাধ। অবৈধ এসব জালের ব্যবহার বন্ধ করতে হাওরে মোবাইল কোর্ডের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।