মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মোশাররফ হোসেন।
গত বৃহস্পতিবার তিনি নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন।
এর আগে ২০০৩ সনে ঢাকা এসবিতে এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর থেকে তিনি জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার মির্জাপুর, টাঙ্গাইন সদর, গোপালগঞ্জ সদর, কোটালিপাড়ায় তদন্ত ওসি হিসাবে কর্মরত ছিলেন। সর্বশেষ কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন ওসি নিকলী উপজেলার এলাকার পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত, নিকলী থানার ওসি মো. মোশারফ হোসেন বগুড়া জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।