হাওর টাইমস রিপোর্টঃ
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা (উপ-প্রধান তথ্য অফিসার) এ. কে. এম. কামরুল আহছান। গত রোববার (২০আগস্ট) এ পরিষদ গঠন করা হয়।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অতিরিক্ত আইজিপি (ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, ট্রেজারার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এছাড়া নতুন এই পরিষদে আটজনকে ডিরেক্টর পদে মনোনীত করা হয়। তারা হলেন-পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ও যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।