নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুদীর্ঘ আঠারো বছর পর অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় বাজিতপুর ঐতিহাসিক ডাক বাংলো ময়দানে অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
এই সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, কেন্দ্রীয় যুবলীগের সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। সম্মেলনটি সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন।
বিকেলে ২৫২ জন কাউন্সিলর এর ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা ছিল । কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে কাউন্সিল স্থগিত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।