বেলাব প্রতিনিধি:
বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের খান ফুটবল একাডেমির উদ্যোগে “চর বেলাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বেলাব ইউনিয়নের চর বেলাব ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার, বেলাব ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান ভূইয়া শাহজাহান, বেলাব পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, খান ফুটবল একাডেমির পরিচালক এস আই খান’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ ওমর ফারুক ইসলাম জানান, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। খুব সুন্দর খেলা উপহার দিয়েছে দুইদলই।
ফুটবল টুর্নামেন্টে ডুমরাকান্দা ফুটবল একাদশ ৪-২ গোলে বীর বাঘবের ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।