বেলাব প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর বেলাবতে ৫শ’ অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মাঠে প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোঃ শরিফ উদ্দিন খান মোমেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন অপু’সহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এবং উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।