বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার বেলাব পাইলট সরকারি মডেল মর্ডান হাই স্কুলের মাঠে মঙ্গলবার বিকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন।
বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ জলিল কাদিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলাব-মনোহরদী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল’সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, সরকারি- বেসরকারি অফিস, আদালত, দোকান পাট, বাড়িঘরসহ সকল সরকারি স্থাপনা ভাঙচুরসহ সহিংসতা বন্ধে সকলের প্রতি আহ্বান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।