নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ভৈরব উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তাকে বিপুল ভোটে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত করায় ভৈরববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাতে “কৃতজ্ঞতা প্রকাশ” শিরোনামে এক ভিডিও বার্তায় ৫ জুন হয়ে যাওয়া ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় ভৈরববাসীসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিও বার্তা প্রদান করেছেন।
এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিও বার্তায়, নবনির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর বলেন, স্থানীয় সাংসদ সদস্য হিসেবে তিনি নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠান করায় জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ দেওয়ায় তিনি এমপি পাপনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে তিনি ভৈরববাসীর প্রতি চিরঋণী হয়ে থাকায় আবারো সকলে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্থতা কামনা জানিয়ে ভিডিও বার্তা শেষ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।