নিজস্ব প্রতিনিধিঃ
খেলাফত মজলিস ভৈরব উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে “আদর্শ সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত কিশোরগঞ্জে জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল্লাহ।
ভৈরব উপজেলার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলামের পরিচালনা আলোচনা পেশ করেন ইমাম উলামা পরিষদ ভৈরবের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, প্রিন্সিপাল মাওলানা কেএম তাওহিদুল ইসলাম, খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি মাওলানা মাসউদুল হাসান, ভৈরব উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাজী মোঃ হুমায়ুন কবির, হাজী জামাল উদ্দিন, ব্যাংকার মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল হক, মাওলানা আল আমিন সাদী, মুফতি শরিফুল ইসলাম, মুফতি ইকবাল ফারাবী, মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ শাবীব।
এছাড়াও আলেম, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।