বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল আনুমানিক চার টার সময় মনামারা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রংয়ের একটি টি-শার্ট। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া জানান, আমি আশুগঞ্জ থেকে তিতাস ট্রেনের ইঞ্জিনের সামনে উঠি ভৈরবে আসার জন্য। যখন ট্রেন ভৈরবে ঢুকে, তখন হঠাৎ দেখি একটি লোক রেললাইনের পাশে বসে আছে। তখন আমি ঐ লোকটিকে ইশারা দিচ্ছিলাম যেন লাইন থেকে সরে যায়। কিন্তু লোকটি আমার ডাকে সাড়া দেয়নি। আমার ধারণা ইচ্ছাকৃতভাবে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক নয়ন সরকার বলেন, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানতে পারি যে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছে। নিহতের দেহটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে বোঝা যায় লোকটি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এখনও পর্যন্ত লোকটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।