মোস্তাফিজ আমিন॥
“সুন্দরকে নেব তুলে, সব কিছুকে ভুলে”এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনব্যাপী “অভিনয় কর্মশালা”।
নিবেদিতা নাট্যাঙ্গনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রশিক্ষক ও এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রযোজক সুশান্ত কুমার সরকার।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় ৩৫জন অভিনয়শিল্পী অংশ গ্রহণ করেন। পরে তাদের মাঝে সনদপত্র ও ৪জন সেরা প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকলি খেলাঘর আসরের সভাপতি সত্যজিৎ দাস ধ্রুব ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
শনিবার রাতে কর্মশালা শেষে নাটক মঞ্চায়ন, আলোচনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে সমসাময়িক বিষয় মাদকের কুফল ভিত্তিক নাটক “বোধন” মঞ্চস্থ হয়। কাহিনী, সংলাপ ও অভিনয় গুণে নাটকটি উপস্থিত সবার দৃষ্টিকাড়ে।
পরে সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম সবুজ। তিন দিনের কর্মশালার মূল্যায়ণ এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে নাটকের ভূমিকা বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক সুশান্ত কুমার সরকার।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য উত্তম কুমার সাহা, সম্পাদক (প্রশিক্ষণ) অভিজিৎ সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) রফিকুল ইসলাম, প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।