এম আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
বন্দর নগরী ভৈরবের দি নর্থ সাউথ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ঘোড়াকান্দায় দি নর্থ সাউথ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা।
দি নর্থ সাউথ স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভৈরব শহর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. রাকিব রায়হান, এডভোকেট কাজল দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দি নর্থ সাউথ স্কুলের পরিচালক এমদাদুল হক সোহেল। আলোচনা সভা শেষে কৃতীশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উক্ত স্কুলের পরিচালক এমদাদুল হক সোহেল জানান, একঝাঁক তারুণ্যময় মেধাবী শিক্ষক/শিক্ষিকা এবং অধ্যক্ষের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠালগ্ন থেকে নর্থ সাউথ স্কুল ব্যতিক্রম শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফলের জন্য ভুমিকা রেখে আসছে।
২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে শুরু হয়েছে প্রত্যেক সেমিস্টারে ফলাফল পদ্ধতি। ৩টি সেমিষ্টারে শেষ হবে প্রতি বছরের শিক্ষা কার্যক্রম। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো আমাদের লক্ষ্য।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।