মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ ২২ রমজান ১৪৪৪ হিঃ ভৈরব পৌরসভার আতিক নূর লাইব্রেরী প্রাঙ্গনে ভৈরবের মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণের আয়োজনে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
মাওলানা ইকবাল ফারাবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি’র সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন মানব প্রেমিক জাকির হোসেন, সমাধান টিভির বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম। সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য নাঈম আদনান, মোজাম্মেল হক, শাওন ইসলাম বাবু, আহমেদ সুমন, আয়াইন ইসলাম, নজরুল ইসলাম,সাইফা ইসলাম, মরিয়ম আক্তার, সানজেনাআফরিন, জানিসাহ মেহের, লাকি বেগম, লাকী বেগম ও নাদিরা আক্তার প্রমূখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এ প্রতিবেদককে বলেন, ছোট ছোট অবহেলিত শিশু কিশোরদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। উল্লেখ্য মানব কল্যান এই সংগঠনটি ইতোমধেই তাদের একদল তরুণ তরুণী ও যুবকদের নিয়ে গঠিত প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মানবকল্যাণে সংগঠনটি তাদের নানামুখী কার্যক্রম সকল শ্রেনী পেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনায় ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ মোশাররফ হোসেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।