ইমন মাহমুদ লিটন,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ শেষে বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
রবিবার (১জানুয়ারি) সকাল ১১টায় মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
এসময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনার কৃতিত্ব।
সহকারি শিক্ষক তারেক আহমেদ সঞ্চলনায় বার্ষিক পরীক্ষার ফলাল ঘোষনা করেন প্রধান শিক্ষক আঃ ছাদেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগেরসহ দপ্তর সম্পাদক হাজী ফরহাদ আহমেদ,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী, আওয়ামী লীগ নেত মোঃ মিষ্টু মিয়া, অত্র বিদয়ালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছাদেক আহমেদ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রী প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।