এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত ভৈরব উপজেলা শাখা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় অবরোধ শুরু হয় এবং পৌনে ১২টার দিকে মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্ত করা হয়। অবরোধ চলাকালীন সময়ে দূরপাল্লার যানবাহনের সাথে ঘুরেনি রিকশার চাকাও।
ভৈরব দুর্জয়মোড় অবরোধ করার ফলে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটার রাস্তায় তীব্র যানযট সৃষ্টি হয়। এছাড়াও গলির রাস্তা গুলোতে ছিলো তীব্র যানযট।
এতে দূরপাল্লার যানবাহন বাস, ট্রাক, পিকআপ, এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, সিএনজি ও রিকশাসহ সকল ধরনের যানবাহন বন্ধ হয় যায়। এতে করে পোনা মাছ, মুরগী, কাঁচামাল নষ্টসহ অসুস্থ রোগী ও সাধারণ পথচারীরা মারাত্নক ভোগান্তিতে পড়ে।
অবরোধ চলাকালীন সময় দুর্জয় মোড়ে ভৈরব থানা পুলিশ উপস্থিত থেকেও জনদূর্ভোগ নিরসন করতে পারেনি। বেলা সাড়ে এগারোটায় সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
কাঁচামাল বাহী বিভিন্ন যানবাহন সহ পোনা মাছের পিকআপ নিয়ে দূর্জয় মোড়ে আটকে থাকা একাধিক চালক জানান, লাখ টাকার পোনা মাছ নিয়ে দীর্ঘ দেড় ঘন্টা অবরোধে আটকা পড়েন। এতে মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়। এমন ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।
অবরোধ চলাকালীন সময়ে এসময় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতারা।
বক্তারা হলেন-আলহাজ্ব এ আই এম মাহবুব উল্লাহ আল কাদেরী, মাওলানা মুফতি হারুনুর রশিদ, মাওলানা আমির হোসেন রায়পুরী, মাওলানা হাসান বিল্লাহ্, মাওলানা মেশকাত রেজা, মাওলানা মোবাশ্বের হোসাইন, হাফেজ মাওলানা ওমর ফারুক কাদেরী, মাওলানা আলহাজ্ব আবু হানিফ বাদল, মাওলানা মুহাম্মদ বিল্লাল হোসেন মোজাহেদী, খন্দকার মুহাম্মদ অলিউল্লাহ্ কাদেরী, মাওলানা মুহাম্মদ মেশকাত রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ সালাহ্ উদ্দিন কাদেরী, মাওলানা মুহাম্মদ মাহফুজ রেজা কাদেরী, মাওলানা আবু তালহা রহমানী, মাওলানা বাহার উদ্দিন আশরাফী, মাওলানা আব্দুল হাকিম দ্বীন ইসলাম, মাওলানা মনির মোল্লা, হাজী মুহাম্মদ রুবেল হোসেন, মাওলানা মুহাম্মদ রাসেল আত্তারী, মাওলানা মুহাম্মদ সাইফুল আমিন সালেহী, মওলানা শাহরিয়ার মোস্তাফায় প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতারা কর্মসূচির ডাক দিবেন, আর তা বাস্তবায়নের দায়িত্ব তাদের। তারা বলেন, আধাবেলা মহাসড়ক অবরোধ ঘোষণা কর্মসূচি আমরা পালন করেছি। যদি দিনভর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় তখনও তারা আন্দোলন থেকে পিছপা হবেন না। কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদের ভাই রইস উদ্দীনের হত্যাকারীদের বিচারের দাবীতে সকল ধরণের কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যাওয়ার ঘোষণা দেন তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।