বিশেষ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মিঠামইন উপজেলার ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে এই প্রশিক্ষণের আয়োজন করে মিঠামইন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্য্যালয়।
অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে দিনব্যাপী কর্মশালায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পুলিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এটি এম ফরহাদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা) মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম ও মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।