নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভৈরব উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের আয়োজনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ভৈরব কমলপুস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় শরিফুল আলমের ডাক বাংলোতে।
পরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে সমাবেশে ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিলুজ্জামানের দুলালের সভাপতিত্বে ও ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি মো: সিয়াম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ,
উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: লোকমান হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: ফালু মিয়া, পৌর রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রুবেল প্রমূখ।
এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠের নেতাকর্মীরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।