1. admin@haortimes24.com : admin :
রমেকে বকশিস সিন্ডিকেটের দৌরাত্মের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত

রমেকে বকশিস সিন্ডিকেটের দৌরাত্মের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন (হাওর টাইমস)

  • প্রকাশ কাল বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত হয়েছে

নিউজ ডেক্সঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেকে) বকশিস সিন্ডিকেট নামক অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে সর্বস্তরের চিকিৎসক এই কর্মসূচির আয়োজন করেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ নূরুন্নবী লাইজু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, চিকিৎসক জামাল উদ্দিন, সৈয়দ মামুনুর রহমান, মঞ্জুরুল করিম প্রমুখ।

কর্মসূচিতে মেডিকেল কলেজের চিকিৎসক ছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসক নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালের এক শ্রেণির অসাদু কর্মচারী সিন্ডিকেটের কারণে চিকিৎসকেরা আজ জিম্মি হয়ে পড়েছেন। সিন্ডিকেটের কারণে চিকিৎসকেরা হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। কর্মচারীদের দাপটে কাজ করার পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেষ পর্যন্ত চিকিৎসকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

অবিলম্বে এই চক্রকে চিহ্নিত করার দাবি জানিয়ে চিকিৎসকেরা বলেন, এই হাসপাতালে যেখানে চিকিৎসকদের চাঁদা দিতে বাধ্য করা হয়, সেখানে সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের কী অবস্থা হয়, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ বি এম রাশেদুল আমীর তাঁর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। এ নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দেন ওই চিকিৎসক।

অভিযোগে রাশেদুল আমীর উল্লেখ করেন, ১৭ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁর মাকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। জরুরি বিভাগে ভর্তির জন্য তাঁদের কাছে ২৫০ টাকা দাবি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের মা পরিচয় জানতে পেরে তাঁরা ভর্তি বাবদ ৫০ টাকা নেন। যদিও হাসপাতালে নির্ধারিত ভর্তি ফি ২৫ টাকা এবং সরকারি কর্মকর্তার মা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রী হিসেবে ভর্তি ফি না নেওয়ার কথা।

অভিযোগে ওই চিকিৎসক বলেন, ভর্তি- পরবর্তী কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) মাকে নেওয়া হলে সেখানে কর্মরত দুজন জোর করে আমার (চিকিৎসক) ব্যক্তিগত সহকারীর কাছ থেকে ২০০ টাকা নেন। এ সময় চিকিৎসকের নাম-পরিচয় ও রোগী সম্পর্কে জানানো হলে তাঁরা বলেন, ‘স্যারের মা হোক আর যেই হোক, টাকা দিতে হবে।

এ ঘটনার পর হাসপাতালের দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা হলেন মাসুদ হোসেন ও ঝর্ণা বেগম। তাঁরা দুজনই চুক্তি ভিত্তিক কর্মচারী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST