1. admin@haortimes24.com : admin :
রায়পুরার মরজালে নির্মিত সড়ক বন্ধ করে চারা রোপণ ও ঘরবাড়ি নির্মাণের অভিযোগ - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম
শিরোনাম
ছাত্র-জনতার উপর হামলার মামলায় কটিয়াদী থেকে সাংবাদিক আটক তাড়াইলে যুগান্তরের সাংবাদিককে কুপিয়ে আহত অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম

রায়পুরার মরজালে নির্মিত সড়ক বন্ধ করে চারা রোপণ ও ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

  • প্রকাশ কাল রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত হয়েছে

রায়পুরা প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরার মরজালে নির্মিত গ্রামীণ সড়কের ইট তুলে চারা রোপণসহ ঘর নির্মাণ ও দুটো প্রবেশ পথে কাটা বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইলিয়াস আলী ও তার লোকজনের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবারসহ এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়,সড়কের দুটো প্রবেশ পথে কাটা যুক্ত বাঁশের বেড়া, নির্মিত সড়কের ইট সড়িয়ে চারা রোপন, ঘর-শৌচাগার নির্মাণসহ মানুষের চলাচল বন্ধ। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, উপজেলার মরজার ইউনিয়নে মরজালের বটিয়ারা গ্রামের সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রকল্প (বিআরডিবি-৩) স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের যৌথ অংশীদারিত্বে নবী হোসেনের দোকান হইতে হারুন মিয়ার বাড়ি পর্যন্ত ১০০ মিটার (হেরিং বোন বন্ড) সড়কটি ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়। এদিকে সড়কের কাজ শেষ হওয়ার এক সাপ্তাহ পর হঠাৎ লোকজন নিয়ে ৩০ মিটার অংশের ইট তুলে ফেলে দেন ইলিয়াস আলী ও তার লোকজন। চলাচল কারি রাস্তাটি স্থানীয় ইলিয়াস আলীসহ তিন ব্যক্তির জমির ওপর দিয়ে রাস্তাটি দেন।

দীর্ঘ ২৫ বছর ধরে রাস্তাটি দিয়ে স্থানীয়রা চলাচল করে আসছে। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ৪০ দিনের কর্মসূচির আওতায় তিনবার ওই কাচা রাস্তাটিতে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলে। নতুন নির্মিত সড়কে দুটি প্রবেশ পথে বেড়া দিয়ে চারা রোপন, ঘর-শৌচাগার নির্মাণসহ কয়েকমাস ধরে চলাচল বন্ধ করে দেয় । এতে দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। ওই সড়কটি উন্মুক্ত করতে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবগত করেছেন মরজাল ইউপি সদস্য মো. আলতাব হোসেন ও স্থানীয়রা।

বাসিন্দা কাজী কামাল হোসেন বলেন, এই রাস্তাটা দীর্ঘ ২৫ বছর যাবত লোকজন চলাচল করে আসছে। সরকারি ভাবে তিন বার মাটি ফেলা হয়েছে। তিনি রাস্তাটি নির্মাণের সময়ও বাঁধা দেননি। রাস্তা হওয়ায় পর অসৎ উদ্যেশ্যে রাস্তার ইট উঠিয়ে কাটাদিয়ে দুই পাশে বেড়া ও ঘর নির্মাণ করেছে। স্থানীয়রা এর প্রতিকার চায়।

বয়োবৃদ্ধ রেজিয়া খাতুন, সুরাইয়া, জাকির হোসেন বলেন, ’আড়াই দশক ধরে এই সড়ক দিয়ে এলাকাবাসী চলাচল করে আসছি। ইউনিয়ন পরিষদ থেকে তিনবার ওই কাচা রাস্তাটিতে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলে। সম্প্রতি ইউপি মেম্বার আলতাব মেম্বার ইটের রাস্তাটি নির্মাণ করেন। হঠাৎ রাতের আঁধারে ইট তুলে ফেলে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন ইলিয়াস। এতে দুর্ভোগে শতাধিক পরিবারের লোকজনসহ শিক্ষার্থীরা। রাস্তা উদ্ধার করে পূনরায় চালুর জোর দাবি জানাচ্ছি।

ইলিয়াস আলী ভাতিজা মোয়াজ্জেম হোসেন বলেন, ’রাস্তা নির্মাণের সময় চাচা উপস্তিত ছিলেন। ওই সময় তিনি কোন প্রকার আপত্তি জানাননি। এখন রাস্তার ইট তুলে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে আমরা পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছি।

মরজাল ইউপি সদস্য মো. আলতাব হোসেন বলেন, মাটি ভরাটসহ হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণের এক সাপ্তাহ পর লোকজন নিয়ে ইট তুলে বেড়া দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। শতাধিক পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত চলাচল কারি রাস্তাটি বন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন লোকজন। তারা আমার বিরুদ্ধে নানান মিথ্যা বানোয়াট মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। পরে বিষয়টি যথাযত কর্তৃপক্ষ এবং উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানাই। বিষয়টি সমাধানে আশ্বাস পেয়েছি। রাস্তাটি উদ্ধার করে সংস্কারসহ জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থাসহ রাস্তাটি পূনরায় স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

রাস্তার ইট তুলে ফেলার কথা শিকার করে অভিযুক্ত ইলিয়াস আলী বলেন, আমার সাথে আলোচনা না করেই রাস্তা নির্মাণ করেন মেম্বার। শুধু আমার জমি দিয়ে রাস্তা দিবো না। পাশাপাশি দুটি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হলে আপত্তি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন বলেন, ’বিষয়টি শুনেছি, কাজটি আমার তত্ত্বাবধানে নয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধিনে থাকায় আমার কিছুই করার নেই। তবে এটাও শুনেছি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সকলকে একসাথে নিয়ে বসে সমস্যার সমাধান করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST