বিশেষ প্রতিনিধিঃ
বন্দর নগরী ভৈরবে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজহার উল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমাজে শান্তি- শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তবে এই তরুণদের যদি সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে তারা সহজেই বিপথে চলে যেতে পারে। কাজেই যুবকদের উন্নয়ন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, বেকার যুবকরা অনেক সময় সমাজবিরোধী কাজে ব্যবহৃত হয়। প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সাথে যুক্ত হলে তারা যেমন আত্মনির্ভর হবে, তেমনি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজকে বই পড়া, প্রশিক্ষণ গ্রহণ এবং নৈতিকতা ভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বয়সের যুবকেরা অংশগ্রহণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।